বিস্তারিত দেখুন এই লিংকে
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। ‘স্টোর অফিসার’ পদে ২০ জন এবং ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)’ পদে ২০ জনসহ মোট ৪০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
স্টোর অফিসার
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)
হিসাববিজ্ঞান বিষয়ে এমবিএ বা এমবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া অ্যাকাউন্টিং সফটওয়্যার চালনায় দক্ষ এবং মোটরসাইকেল চালনায় সক্ষমতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ই-মেইলের (jobs_wsms@waltonbd.com) মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও কভারলেটারসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়েও আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘ডিরেক্টর (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট), ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, আলম মঞ্জিল, ৩৩ মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯’। কভার লেটার ও আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ২০ মে, ২০১৭ পর্যন্ত।