Rajshahi District Judge's office in various posts
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা জজের কার্যালয়, রাজশাহী। চার ধরনের পদে আটজন প্রকৃত বাংলাদেশি নাগরিককে সরাসরি এই নিয়োগ দেওয়া হবে।
পদসমূহ
নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারজন, জারিকারক একজন, অফিস সহায়ক দুজন এবং নৈশপ্রহরী পদে একজন প্রার্থী এ নিয়োগ পাবেন।
যোগ্যতা
পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য প্রার্থীদের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া ওই পদের জন্য প্রার্থীদের প্রতি মিনিটে ইংরেজিতে ৩০টি শব্দ ও বাংলায় ২০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।
বয়স
আগামী ১৫ জুন, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী আট হাজার ২৫০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রার্থীদের নিজ হাতে লেখা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা সরাসরি পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘চেয়ারম্যান, নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা জজ, তৃতীয় আদালত, রাজশাহী’। আবেদন করার সুযোগ থাকছে ১৫ জুন, ২০১৭ অফিস চলাকালীন পর্যন্ত।
বিস্তারিত দেখুন দৈনিক সমকালে ২৫ মে, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তি