BREAKING NEWS: চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৭ 14th NTRCA Circular & Notice 2017 Publish-----স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ।বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০ আবেদন করা যাবে - ১৭ আগস্ট ২০১৭ পর্যন্ত ।-----ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ তিনটি ভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বেতনঃ ২০,০০০ থেকে ৫২,৪৮৪ পর্যন্ত আবেদনের সময়সীমাঃ ২৪ জুলাই ২০১৭-----৩৫ হাজার টাকা বেতনে বিশ্বের #1 নম্বর এনজিও ব্র্যাকে মেয়েদের জন্য ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আবেদনের সময়সীমাঃ ২১ জুলাই ২০১৭ - আবেদনের সময়সীমাঃ ৩১ জুলাই ২০১৭ ব্যাংক এশিয়া উচ্চশিক্ষা বৃত্তির .

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৭ 14th NTRCA Circular & Notice 2017 Publish

দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসমুহে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রার্থী নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষে চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৭ তে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৭ তে প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারী টেষ্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেষ্টে উত্তীর্ন প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহন করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহন করা হবে।
প্রিলিমিনারি টেষ্টে জন্য অন-লাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়সীমা: 

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৭ 14th NTRCA Circular & Notice 2017 Publish




 ক. Online এ আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ- ০৬/০৬/২০১৭ বেলা ৩.০০।
 খ. Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ- ১০/০৭/২০১৭ সন্ধা ৬.০০।
(প্রিলিমিনারি টেষ্টের জন্য প্রার্থীকে অন-লাইনে আবেদনের সময় সনদের হার্ডকপি(সনদের ফটোকপি) প্রেরণের প্রয়োজন হবে না। প্রিলিমিনারি টেষ্টে উত্তির্নের পর পাঠাতে হবে।)
প্রিলিমিনারি টেষ্টের সময়সূচী:
 স্কুল ও স্কুল-২ —২৫/০৮/২০১৭ (শুক্রবার, সকাল ১০.০০ থেকে বেলা ১১.০০)
 কলেজ-- ২৫/০৮/২০১৭ (শুক্রবার, বিকাল ০৩.০০ থেকে বেলা ০৪.০০)
প্রিলিমিনারি টেষ্টের ধরণ-
 ক. প্রার্থীদের ১০০ নম্বরের একটি এমসিকিউ প্রিলিমিনারি টেষ্টে অংশগ্রহন করতে হবে।
 খ. এই পরীক্ষায় মোট ১০০ টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
 গ. প্রিলিমিনারি টেষ্টে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের উপযুক্ততা এবং প্রিলিমিনারি টেষ্টে কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে এনটিআরসি এর প্রদত্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
 ঘ. প্রিলিমিনারি টেষ্টে পাশ নম্বর ৪০%
ঙ. প্রিলিমিনারি টেষ্টের বিষয় ও নম্বর বন্টন নিম্নে প্রদান করা হলো:
১. বাংলা – ২৫
২. ইংরেজী -২৫
৩. সাধারণ গণিত- ২৫
৪. সাধারণ জ্ঞান – ২৫
সর্বমোট—১০০
== প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের করনীয়==
 প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের হার্ডকপি জমাদান:
💻 প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণকে SMS-এর মাধ্যমে হার্ডকপি প্রেরণের তারিখ ও সময় অবহিত করা হবে। SMS-এ প্রাপ্ত নির্দেশনা মোতাবেক উত্তীর্ণ প্রার্থীগণ Online-এ পূরণকৃত আবেদন Rorm (Applicant's Copy)-এর সাথে নিম্নোক্ত সনদ/ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে খামে ভরে যথেষ্ট সময় হাতে রেখে ডাকযোগে নিম্ন ঠিকানায় পৌঁছানো অবশ্যই নিশ্চিত করবেন:
   প্রাপক:
ঢাকা জি.পি.ও. বক্স নম্বর-১০৩,
ঢাকা-১০০০।
 প্রয়োজনীয় সনদ/Documents
 সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
 স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের নম্বরপত্র (মার্ক শিট/টেবুলেশন শিট);
 কেবল সহকারী শিক্ষক পদসমূহের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক online আবেদনপত্রে উল্লেখিত Optional Subject-এর স্বপক্ষে প্রমাণ স্বরূপ (পাস/সম্মান) পর্যায়ের প্রবেশ পত্র/পত্রসমূহ;
 নাগরিকত্ব সনদপত্র;
 প্রযোজ্যক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র;
 জাতীয় পরিচয়পত্র।
 আবেদনপত্রের হার্ডকপি কোনক্রমেই হাতে হাতে এনটিআরসিএ-তে গ্রহণ করা হবে না।
 📝 প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের হার্ডকপি প্রেরণের ক্ষেত্রে খামের উপরে “চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র” লিখতে হবে।
📝 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ১০(খ) অনুচ্ছেদে বর্ণিত সনদসমূহের মূলকপি এবং কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্য যে কোন সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন।
📝 মৌখিক পরীক্ষার সময় ১০(খ) অনুচ্ছেদে বর্ণিত সনদপত্রসমূহের মূলকপি প্রদর্শনে ব্যর্থ হলে প্রার্থীতা বাতিল হবে।
📝 লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিটি বিষয়ে বিদ্যমান শুন্য পদের সাথে সামঞ্জস্য রেখে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে।
📝 লিখিত পরীক্ষার সময়সূচি:
তারিখ ও বার সময় পর্যায়
স্কুল ও স্কুল-২ -- ০৮.১২.২০১৭ (শুক্রবার) সকাল ০৯:০০ টা - দুপুর ১২:০০টা
কলেজ -- ০৯.১২.২০১৭ (শনিবার) সকাল ০৯:০০ টা - দুপুর ১২:০০টা
📝 ১০০ (একশত) নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় ৩ (তিন) ঘণ্টা।

Bangladesh Supreme Court Job Circular 2017

Bangladesh Supreme Court Job Circular 2017 has been published by the authority.  It’s an attractive job circular. Maximum, unemployed peo...